এশিয়া কাপের আগে ৫টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল!
নারীদের এশিয়া কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৬ জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ২ জুলাই থেকে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করবেন নিগার সুলতানা জ্যোতিরা।
এই ক্যাম্পে নারীদের চলমান লিগ থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত ‘বেস্ট অব প্রিমিয়ার লিগ’ দল এবং অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
বাশার বলেন, ‘মেয়েরা এখন প্রিমিয়ার লিগে ৫০ ওভারের ম্যাচ খেলছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই টি-২০ সংস্করণে। আরো কিছু টি-২০ ম্যাচ খেললে ভালো হবে। পাশাপাশি এই ম্যাচগুলোতে প্রিমিয়ার লিগের পারফর্মারদেরও দেখার সুযোগ পাব।’