আজ বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ!

41

Get real time updates directly on you device, subscribe now.

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে সফল দল হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। তবে ফুটবলে তাদের সাফল্য কিছুটা কম। তা সত্ত্বেও, সকারুজরা ফুটবলে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ তাদের মাটিতে ৭-০ ব্যবধানে হেরে আসে।

এবার বাংলাদেশ তাদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেল পৌনে ৫টায় ম্যাচটি শুরু হবে। এটি বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের লড়াই, যা দুই দলেরই পঞ্চম ম্যাচ।

বাংলাদেশ গত চার ম্যাচে মাত্র একটি ড্র করতে পেরেছে, যা ছিল কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের চারটি ম্যাচেই জয়লাভ করে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে এবং এশিয়ান কাপ ও বিশ্বকাপের পরবর্তী ধাপের বাছাইও নিশ্চিত করেছে।

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। তাদের শক্তি নিজেদের মাঠ, আবহাওয়া ও দর্শক। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া শেষ হোম ম্যাচটিতে বিশেষ কিছু পারফরম্যান্স দেখাতে চান।

তিনি বলেন, “এটাই আমাদের শেষ হোম ম্যাচ। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল। আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিছু একটা করতে চাই। মেলবোর্নের (অ্যাওয়ে) ম্যাচের তুলনায় কাল আমরা উন্নতি করতে চাই।”

শেষ চার ম্যাচে বাংলাদেশ ১৪টি গোল হজম করেছে। সেটি নিয়ে চিন্তায় স্বাগতিক অধিনায়ক, “আসলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমরা নিজেরাও ভাবি শেষ মুহূর্তে কেন গোল হজম করছি, মনসংযোগ না ফিটনেসের ঘাটতি। এটা আমার একার পক্ষে উত্তর দেওয়া কঠিন।”

Get real time updates directly on you device, subscribe now.