শরিফুলের বিকল্প হিসেবে কাকে বেছে নিয়েছেন, জানালেন প্রধান নির্বাচক লিপু!
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও এখনও মাঠে নামেনি বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স এবং দুই পেসারের ইনজুরি নিয়ে চ্যালেঞ্জের মুখে নাজমুল হোসেন শান্তর দল। তবে তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে আশার কথা শুনিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শরিফুল ইসলামের ইনজুরি সম্পর্কে আরও পর্যবেক্ষণ করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন শরিফুল। আপাতত শরিফুলের বিকল্প নিয়ে ভাবছেন না নির্বাচকরা। দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা হাসান মাহমুদ থাকায় কিছুটা নির্ভার তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে শরিফুলের বিকল্প হিসেবে কাউকে দলে নেওয়া হবে কিনা।
লিপু গণমাধ্যমকে জানান, “ইনজুরি বড় ভাবনার বিষয়। যুক্তরাষ্ট্রে আসার পর শরিফুল ইনজুরিতে পড়েছে। তার ইনজুরি নিয়ে আমরা চিন্তিত। ৬টি সেলাই লেগেছে। রিকভারি মূল্যায়ন করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।”
“বদলি হিসেবে পেস বোলার হাসান মাহমুদ আমাদের সাথে আছেন। শরিফুলকে পেতে আমরা আগ্রহী। ৯ তারিখে আরও একবার মূল্যায়ন করে দেখি, কতটা উন্নতি হয়েছে। এছাড়া আমাদের পারফরম্যান্সও একটা বিবেচ্য বিষয়। তখন সিদ্ধান্ত নেওয়া যাবে।”
তাসকিন আহমেদের চোট পাওয়া নিয়ে চিন্তার কারণ হলেও বিশ্বকাপে তাকে পাওয়ার আশায় দলে রাখা হয়েছে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে খেলার প্রত্যাশা করছেন লিপু।
তিনি বলেন, “আশার কথা হচ্ছে তাসকিন আজকে বোলিং করেছেন এবং তার রিকভারি এবং পারফরম্যান্স অনুযায়ী আশা করা যাচ্ছে, ৭ তারিখে তিনি শ্রীলঙ্কার সাথে খেলতে পারবেন। মেডিক্যাল টিম থেকেও এটাই জানানো হয়েছে।