‘মেন্ডিসের উইকেট আমাকে ছন্দ দিয়েছে, আমাদের জন্য জয়টা জরুরি ছিল’!
পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার রিশাদ হোসেনের বোলিং জাদুতে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। এই দুর্দান্ত জয়ের পেছনে মূল ভূমিকা পালন করেছেন টাইগার বোলাররা।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তোলে। বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ উভয়েই ৩টি করে উইকেট শিকার করেন। জবাবে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের পক্ষে তাওহিদ হৃদয় ২০ বলে ৪০ রান, লিটন দাস ৩৮ বলে ৩৬ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ১৬ রান করেন।
বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচের জয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২১ দিন পর মাঠে ফিরেও দারুণ খুশি তিনি।
টাইগার পেসার তাসকিন বলেন, ‘অনেক ভালো লাগছে, এই জয়টা আমাদের জন্য খুবই জরুরি ছিল। ২১ দিন পর মাঠে ফিরে ভালো লাগছে। আমি দারুণ বোলিং করেছি, তবে এরচেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা ম্যাচটা জিততে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘প্রথম দুই বলে বাউন্ডারি খাওয়ার পর কাজটা সহজ ছিল না। তবে নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। নিজের স্টক বলটার ওপর বিশ্বাস ছিল। মেন্ডিসের উইকেট আমাকে ছন্দে ফিরিয়েছে।’