ধোনির ছোঁয়ায় যেভাবে ফিরে এসেছে মুস্তাফিজ জানালেন তামিম!

26

Get real time updates directly on you device, subscribe now.

জাতীয় দলে অভিষেকের পর থেকেই মুস্তাফিজুর রহমান দলের নির্ভরযোগ্য বোলার হয়ে ওঠেন। কিন্তু কিছু সময় পর ফর্ম হারিয়ে তিনি দল থেকে বাদ পড়েন। তবে সাম্প্রতিক সময়ে আবারও ছন্দে ফিরেছেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের এই পুনরুজ্জীবনের পেছনে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা রয়েছে বলে মনে করেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পরই মুস্তাফিজুর রহমান তার প্রতিভার জানান দিয়েছিলেন।

ক্যারিয়ারের শুরুতেই মুস্তাফিজ ছিলেন ব্যাটসম্যানদের জন্য এক দুর্বোধ্য পেসার, বিশেষ করে তার স্লোয়ার-কাটার ছিল ব্যাটসম্যানদের জন্য এক রহস্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ধার কমতে থাকে এবং দল থেকে বাদ পড়েন। তবে সম্প্রতি তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। ফলে দলে নিয়মিত হওয়ার পাশাপাশি সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলার সুযোগ পান।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি, যেখানে তার সতীর্থ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ড্রেসিংরুমে ধোনির সান্নিধ্য পেয়ে মুস্তাফিজের উন্নতি হয়েছে বলে মনে করেন তামিম। স্টার স্পোর্টসের এক শোতে তামিম বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ, যেখানে ২ উইকেটের জয় পেয়েছে তারা। সাম্প্রতিক বাজে পারফর্মের ভিড়ে টাইগারদের এই জয় স্বস্তিদায়ক বলেই মনে করেন তামিম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে এবং নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’

Get real time updates directly on you device, subscribe now.