বক্সিং রিংয়ে জয় দিয়েই শুরু মোহাম্মদ আলীর নাতির
পারিবারিক ধারা বজায় রেখে বক্সিং রিংয়ে অভিষেক হলো যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বক্সার প্রয়াত মোহাম্মদ আলীর নাতি নিকো আলী ওয়ালশের। পেশাদার বক্সিংয়ে নিজের অভিষেকেই দাপুটে এক জয়ে শুভ সূচনা করেছেন নিকো।
রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় মিডলওয়েট ডিসিপ্লিনে প্রতিপক্ষ জর্ডান উইকসকে প্রথম রাউন্ডেই ‘নকআউট’ করে হারিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী নিকো আলী ওয়ালশ। যেখানে তিনি সময় নিয়েছেন মাত্র ১ মিনিট ৪৯ সেকেন্ড।
নিজের প্রথম লড়াইয়ে নানার কাছে পাওয়া শর্টস পড়েই রিংয়ে নেমেছিলেন নিকো। ৫০ বছর আগে এই শর্টস পরেই কোনো এক ম্যাচে লড়েছিলেন মোহাম্মদ আলী। পরবর্তীতে নাতিকে সেটি উপহার দিয়েছিলেন বিশ্ব বিখ্যাত বক্সার।
তিনি আরও সংযোজন করেন, “নানাকে অনেক বেশি মিস করি। এই শর্টস পড়েই তাঁকে আবারও বক্সিং রিংয়ে টেনে এনেছিলাম।”
উল্লেখ্য, মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আলীর ছেলে নিকো। বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ২১ বছর বয়সী এই তরুণ বক্সার।