রজার ফেডেরার সরলেন ইউএস ওপেন থেকে, অপারেশনের হ্যাটট্রিকে অনিশ্চিত কেরিয়ার

593

Get real time updates directly on you device, subscribe now.

ইউএস ওপেনে নেই ফেডেরার

গত ৮ অগাস্ট ৪০ পূর্ণ করেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার। নাদালও ভুগছেন চোট সমস্যায়। ফলে ইউএস ওপেনে নোভাক জকোভিচ ফেডেরার ও নাদালের কীর্তি টপকে যেতেই পারেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেনের পর উইম্বলডন জিতে জকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা হয়েছে ২০, যা নাদাল ও ফেডেরারের সমান। ফেডেরার এবার সরে দাঁড়ালেন ইউএস এপেন থেকে।

Get real time updates directly on you device, subscribe now.