লা লিগায় জয় দিয়ে অভিযান শুরু মেসিহীন বার্সেলোনার, দাপট রিয়াল মাদ্রিদেরও

463

Get real time updates directly on you device, subscribe now.

পুরনো ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করেছেন লিওনেল মেসি। তাতে দমে না গিয়ে বরং লা লিগার নতুন মরসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় হাসিল করতে সক্ষম হল বার্সেলোনা। হারাল রিয়াল সোসিয়েদাদকে। অন্যদিকে জয় দিয়ে নিজেদের লা লিগা অভিযান শুরু করেছেন রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল সেভিয়াও। মেসিহীন বার্সার জয়  মেসিহীন বার্সার জয় প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দলের প্রধান শক্তি লিওনেল মেসি। তাতে দলের ছন্দে যে এতটুকু তাক ধরেনি, তা জানান দিল বার্সেলোনা। লা লিগার নতুন মরসুমের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ৪-২ গোলের অনবদ্য জয় পেল বার্সা। একটি করে গোল করেছেন জেরার্দ পিকে ও সাগেই রবের্ত। দুই গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট। এই জয়ের পর লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। আলাভেসকে ৪-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট। ২টি গোল করেছেন বেঞ্জেমা। একটি করে গোল করেছেন রিয়ালের নাচো ও ভিনি জুনিয়র। ম্যাচের ৪৮ ও ৬২ মিনিটে গোল করেছেন বেঞ্জেমা। ৫৬ মিনিটের মাথায় গোল করেছেন নাচো। ম্যাচের শেষ মুহুর্তে গোল করেছেন ভিনি জুনিয়র। এই জয়ের লিগ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে রিয়াল।

Get real time updates directly on you device, subscribe now.