একমাত্র আপনিই সব সময় পাশে ছিলেন’ মাহমুদউল্লাহকে ধন্যবাদ মুশফিকের
দুবাই থেকে ঢাকায় ফিরে বাংলাদেশ দলের কেউই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এশিয়া কাপের প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার বেদনায় সবাই হয়তো নিজের মতো করে থাকতে চেয়েছিলেন। তবে নীরবতা ভেঙে দিয়েছেন মুশফিকুর রহিম, ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার।
মুশফিকের এই ঘোষণার পর থেকে নানা আলোচনা দেশের সমর্থক মহলে। আর মাঠে যাঁরা তাঁর সহকর্মী, সেই ক্রিকেটাররা জানিয়েছেন বিদায়ী সম্ভাষণ, ভবিষ্যতের জন্য জানিয়েছেন শুভকামনা।
এর মধ্যে মুশফিক টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যার অধিনায়কত্বে, সেই মাহমুদুউল্লাহর প্রতিক্রিয়ায় ছিল বেদনার ছাপ।
১২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন—
‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা শুনে আমার মন ভেঙে গেছে। তবে টি-টোয়েন্টির ক্যারিয়ার ও অর্জনের জন্য তোমায় সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলাটা আনন্দদায়ক ছিল। তোমার কাজের নীতি সব সময়ই যেকোনো সংস্করণেই অনুপ্রেরণা দিয়ে যাবে।’
মুশফিকও মাহমুদউল্লাহর এই প্রতিক্রিয়ার উত্তর দিয়েছেন কৃতজ্ঞতার অভিব্যক্তিতে, লিখেছেন, ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’
মুশফিকের উত্তরে যেন কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেওয়ার সুর।
যার নির্যাস পাওয়া গেছে আবার তামিম ইকবালের লেখায়।
ফেসবুকে দেওয়া বার্তায় মুশফিককে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন—
‘১৫ বছর ২৭৭ দিনের টি–টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সবকিছুর জন্য অভিনন্দন আরও একবার।’
মুশফিককে বন্ধু উল্লেখ করে ওয়ানডে অধিনায়ক তামিম আরও লিখেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!’
মাহমুদউল্লাহর মতো মুশফিককে অনুপ্রেরণাদায়ী হিসেবে অভিহিত করেছেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান। চোটের কারণে এশিয়া কাপ মিস করা এই ব্যাটসম্যান ফেসবুকে লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে সব সময়ই আপনি আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর সুখের হোক। আগামী দিনের জন্য শুভকামনা।’
আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসের শুভকামনায় ছিল বাকি দুই সংস্করণের কথা, ‘মুশফিক ভাই, আপনার সঙ্গে টি-টোয়েন্টি খেলাটা আনন্দদায়ক ছিল। আশা করি, আপনি টেস্ট এবং ওয়ানডেতে দলের জন্য অনেক অবদান রেখে যাবেন।’