ইউএস ওপেনের নতুন রানি সুয়েটেক

313

Get real time updates directly on you device, subscribe now.

উইম্বলডনের পর ইউএস ওপেনেও রানার্স আপ হয়ে থাকলেন অনস জাবেউর। তিউনিশিয়ার তারকাকে হতাশায় ডুবিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলসে জিতে নিয়েছেন ইগা সুয়েটেক। পোলিশ তারকার ক্যারিয়ারে এটি তৃতীয় এবং মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।

বিশ্বের এক নম্বর টেনিস তারকা কোর্টেও দাপটই দেখিয়েছেন। স্ট্রেট সেটে প্রতিপক্ষ জাবেউরকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। হার্ড কোর্টে আক্রমণাত্মক মেজাজে খেলা ইগা জয় পান ৬-২, ৭-৬ (৭-৫) সেটে।

যুক্তরাষ্ট্রে জাবেউরকে প্রথম সেটে তিনি দাড়াতেই দেননি। ৩০ মিনিটের লড়াইয়ে ৬-২ ব্যবধানে জিতে নেন ইগা। দ্বিতীয় সেটে অবশ্য একেবারেই হাল ছাড়তে চাননি জাবেউর। হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত শেষ হয় ৭-৬ (৭-৫)। প্রায় দুই ঘণ্টার লড়াই জিতে চ্যাম্পিয়নের মুকুট ওঠে ইগার মাথায়, ইউএস ওপেন পায় নতুন রানি।

Get real time updates directly on you device, subscribe now.