ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন রিয়ানান ও এইডেন

451

Get real time updates directly on you device, subscribe now.

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেলো রেডবুল ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজ। পাহাড়ের গা ঘেঁষে লেকে লাফিয়ে পড়ার আগে কসরত দেখান ডাইভাররা। দুঃসাহসিক এই প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিয়ানান ইফল্যান্ড। আর পুরুষ বিভাগে জয়ী এইডেন হেসলপ।

নারী এবং পুরুষ দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ার রিয়ানান ইফল্যান্ড নারী বিভাগে পরেন জয়ের মুকুট। সেই সাথে ডাইভিংয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রথম কোনো শিরোপা নিশ্চিত করেন তিনি।

পুরুষ বিভাগে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরলেন এইডেন হেসলপ। সেই সাথে, বছরের প্রথম সাফল্য ঘরে তুললেন এই ডাইভার। দ্বিতীয় স্থান অর্জন করেছেন গ্যারি হান্ট ও তৃতীয় হয়েছেন জেমস লিচটেন্সটেইন।

জুড়ি বোর্ডের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছেন বিজয়ীরা। রেড বুল ক্লিফ ডাইভিং ওয়ার্ল্ড সিরিজ নিয়ে আগ্রহের কমতি ছিল না দর্শকদের মাঝে। লেকের চারপাশে অবস্থান নিয়ে কয়েক হাজার মানুষ উপভোগ করেছেন দুঃসাহসিক এই খেলা।

Get real time updates directly on you device, subscribe now.