অনূর্ধ্ব-২০’এ ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

193

Get real time updates directly on you device, subscribe now.

অনূর্ধ্ব-২০ এএফসি কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ড্রয়ে আসর শুরুর পর ভুটানকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে শুরু থেকেই নিজেদের দখলে বল রেখে খেলতে থাকে বাংলাদেশ। ৩৩ মিনিটে পিয়াশ আহমেদ নোভার গোলে লিড নেয় বাংলাদেশের যুবারা। স্কোর লাইন বাড়াতে বেশ কয়েকবার আক্রমণ চালায় পাপ্পু শিষ্যরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুবারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভুটান। ৫৯ মিনিটে দলকে সমতায় ফেরান সান্তা কুমার লিম্বু। একটা সময় বাংলাদেশের সামনে জেগে ওঠে পয়েন্ট হারানোর শঙ্কা। তবে নির্ধারিত সময় শেষ হতে দুই মিনিট বাকি থাকতেই দ্বিতীয় গোলের দেখা পায় যুবারা। ব্যবধান গড়ে দেন আশরাফুল হক আসিফ। বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

Get real time updates directly on you device, subscribe now.