লাদাখ ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়ালেন দেশের রানাররা

441

Get real time updates directly on you device, subscribe now.

সম্পন্ন হয়েছে নবম লাদাখ ম্যারাথন। চার দিনের এই ম্যারাথনে বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার রানার অংশগ্রহণ করেন। তাতে বাংলাদেশের ২১ জন রানার অংশ নেন।

সফলভাবে ইভেন্টটি সম্পন্ন করেছেন মো. রেজাউল হকও। হাফ ম্যারাথনে (২১.১ কি. মি.) অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মো. আল আমিন মিয়া। তিনি যমুনা টেলিভিশনের মার্কেটিং বিভাগে কর্মরত। হামিদা আক্তার জেবা নামের বাংলাদেশি এক নারী রানারও ফুল ম্যারাথন সম্পন্ন করেছেন। এছাড়া দেশের আরও অনেক রানার ম্যারাথন সম্পন্ন করেছেন।

ভারতে হওয়া এই ম্যারাথনকে পৃথিবীর সবচেয়ে কঠিন বলে মনে করা হয়। সমুদ্রপৃষ্ট থেকে ১১ হাজার ফুট উচ্চতায় লাদাখ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেয়া বাংলাদেশি রানাররা জানান, প্রত্যেক রানারের স্বপ্ন থাকে লাদাখ ম্যারাথন সম্পন্ন করা। এটি অনেক চ্যালেঞ্জিং। ম্যারাথন সম্পন্ন করে তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে উদযাপন করেছেন বলে উল্লেখ করেন।

Get real time updates directly on you device, subscribe now.