আফিফ বাংলাদেশের ম্যাক্সওয়েল’- শ্রীরাম
মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে কার্যকরী অফ স্পিনটাও করতে পারেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। গ্লেন ম্যাক্সওয়েলের সবচেয়ে বড় গুণ একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অনেক ক্রিকেটারই স্বপ্ন দেখেন ম্যাক্সওয়েলের মতো হয়ে উঠার। আফিফক মারকুটে হিসেবে প্রকাশিত করতে না পারলেও দলের প্রয়োজনে দ্রুত রান তোলার সঙ্গে কার্যকরী ইনিংস খেলেন আফিফ হোসেন । এই কারনে আফিফকে সবসময় ম্যাক্সওয়েল বলে ডাকেন শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘ওর প্রথম বল থেকেই মারার সামর্থ্য আছে। সবসময়ই ওকে আমাদের গ্লেন ম্যাক্সওয়েল বলে ডাকি। সে এসে খুব অল্প সময়ের মধ্যে খেলার মোড় বদলে দিতে পারে। খুব অল্প বলের মধ্যেই সেট হতে পারে এবং একজন উপমহাদেশীয় ব্যাটসম্যানের জন্য এটা খুবই ভালো গুণ।’
টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ আফিফ। টি২০ ওভারের ক্রিকেটে মিডল অর্ডার ফিনিশারের ভূমিকা পালন করেন বাঁহাতি এই ব্যাটার।
ক্রিকেটে নিজের আদর্শ হিসেবে মানতেন অ্যাডাম গিলক্রিস্টকে। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপারের ব্যাটিং ভালো লাগতো বলে জানান তিনি।