বিশ্বকাপ থেকে দেড় কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিল বাংলাদেশ। যদিও আজকের ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতো টাইগারদের।
তবে তা যেহেতু হয়নি, তাই দুই ম্যাচ জেতার সান্ত্বনা নিয়েই দেশে ফিরছে সাকিববাহিনী। সেই সঙ্গে আর্থিক পুরষ্কার হিসেবে পাচ্ছে দেড় কোটি টাকাও।
আইসিসির ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলা ৮ দল পাবে ৭০ লাখ টাকা । আর প্রতি ম্যাচ জয়ে দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। এই হিসেবে বাংলাদেশ দল প্রায় দেড় কোটি টাকা পাচ্ছে।
সেমিফাইনালে উঠলে টাকার অংক আরও বাড়তো বাংলাদেশ এর । কারণ সেমিতে উঠা প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা করে। কিন্তু বাংলাদেশ সুপার টুয়েলভে ৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের মুখ দেখেছে।
এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে।