ভুটানকে ৮-০ গোলে হারাল বাংলাদেশের অনূর্ধ্ব ১৫ মেয়েরা

81

Get real time updates directly on you device, subscribe now.

বড় জয় দিয়ে সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল।

ম্যাচে জয়নাব বিবি ছাড়া বাকি ১০ খেলোয়াড়ের অভিষেক হয়। জয়নাব বিবিরও এর আগে বয়সভিত্তিক দলে মাত্র ১ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। ফলে, গোলাম রাব্বানী ছোটনের অধীনে একেবারে নতুন একটি একাদশ মাঠে নামে।

তাতে অবশ্য প্রাধান্য বিস্তার করে খেলতে সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশের। প্রথমার্ধেই স্বাগতিক দল এগিয়ে ছিল ৩-০ গোলে।

৮ মিনিটে প্রথম গোল আসে উমহেলা মারমার পা থেকে। ১২ মিনিট পর লিড দ্বিগুণ করেন থুইনু মারমা। আর ২৮ মিনিটে জয়নাব দলের ব্যবধান বাড়িয়ে স্কোরলাইন ৩-০ বানিয়ে দেন।

বিরতির পরও চাপ অব্যহত রাখে লাল-সবুজরা। ম্যাচ শুরুর পরপরই চার নম্বর গোল করেন কানন রানি। ৭০ মিনিটে সুরভী প্রীতির গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এর চার মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের হয়ে ৬ নম্বর গোল করেন তিনি।

বাংলাদেশ ৭ নম্বর গোল পায় ৭৫ মিনিটে। উমহেলা নিজের দ্বিতীয় গোলের দেখা পান। আর সবশেষ গোলটি আসে ইনজুরি টাইমে। প্রীতি নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের ৮-০ গোলের জয় নিশ্চিত করেন।

দ্বিতীয় ম্যাচে ৫ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিরতি লেগে ৭ নভেম্বর ভুটান ও ১১ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

Get real time updates directly on you device, subscribe now.