বিশ্বের ৮ ‘ইউনিক’ ক্রিকেটারের তালিকায় সাকিব

230

Get real time updates directly on you device, subscribe now.

রেকর্ড গড়াকে সাধারণ ব্যাপারে পরিণত করে ফেলেছেন সাকিব আল হাসান। সর্বশেষ মাশরাফি বিন মর্তুজাকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৫৫ রানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ম্যাচে সাকিব একাই নেন ৫ উইকেট। আর তাতে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রাণভোমরা। এই ৮ ক্রিকেটার বাকি সবার থেকে আলাদা।

বিষয়টা তাহলে খোলাসা করা যাক। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫২৬৯ ক্রিকেটার। কিন্তু রান এবং উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় আছেন, যারা বাকি ৫২৬১ জনের চেয়ে আলাদা।

এবার আসা যাক, সাকিব কেন ‘ইউনিক’ সেই প্রশ্নের উত্তরে। আন্তর্জাতিক ক্রিকেটে এই অলরাউন্ডারের বর্তমান সংগ্রহ ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট। তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের। আবার সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। কিন্তু যাদের রান সাকিবের চেয়ে বেশি তাদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাদের উইকেট সাকিবের চেয়ে বেশি, তাদের রান সাকিবের চেয়ে কম।

সাকিব ছাড়া বিশ্বের বাকি ৭ ইউনিক ক্রিকেটার হলেন- শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কপিল দেব, শন পোলক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। এরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যেকোনো ক্রিকেটারের চেয়ে এগিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা বাড়িয়ে ৫৮১’তে পরিণত করেছেন সাকিব। যার ফলে উইকেটসংখ্যায় ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিসকে (৫৭৭) এবং জায়গা পেয়ে গেছেন ইউনিক ক্রিকেটারের তালিকায়।

Get real time updates directly on you device, subscribe now.