শাকিবের আউট নিয়ে বিতর্ক

77

Get real time updates directly on you device, subscribe now.

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যেন এবারের টি-২০ বিশ্বকাপের পিছু ছাড়ছে না। ভারত-পাকিস্তান ম্যাচে নো বল নিয়ে বিতর্ক তৈরি হয়। ভারত-বাংলাদেশ ম্যাচে নো বলের পাশাপাশি বিরাট কোহলির বিরুদ্ধে ভুয়ো ফিল্ডিংয়ের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটার আগেই রবিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল-হাসানের আউট নিয়ে বিতর্ক তৈরি হল। এদিন ৪ নম্বরে ব্য়াট করতে নামেন শাকিব। শাদাব খানের প্রথম বলেই তাঁকে এলবিডব্লু দেওয়া হয়। রিভিউ নেন শাকিব। টিভি রিপ্লে দেখে মনে হয়, বল হয়তো ব্য়াটে লেগে তারপর প্য়াডে লাগে। কিন্তু থার্ড আম্পায়ার জানান, ব্য়াট মাটিতে লেগেছিল। সেই কারণে তিনি মাটের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন। বাংলাদেশ শিবির আম্পায়ারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হলেও, তাদের কিছু করার নেই। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে মোটেই ভাল জায়গায় নেই বাংলাদেশ।

ভারতের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেললেও, পাকিস্তানের বিরুদ্ধে এদিন ওপেন করতে নেমে ৮ বলে ১০ রান করেই আউট হয়ে যান লিটন দাস। ৩ নম্বরে ব্যাট করতে নেমে ২০ রান করেন সৌম্য সরকার। শাকিব প্রথম বলেই আউট হয়ে যান। মোসাদ্দেক হোসেন ৫, নুরুল হাসান ০ রান করেন। একমাত্র ভাল ব্য়াটিং করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনি ৫৪ রান করেন। আফিফ হোসেন ২৪ রান করে অপরাজিত থাকেন। তাসকিন আহমেদ ১ রান করেন। নাসুম আহমেদ করেন ৭ রান। পাকিস্তানের হয়ে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন শাদাব খান। ১৫ রান দিয়ে ১ উইকেট নেন ইফতিকার আহমেদ। ২১ রান দিয়ে ১ উইকেট নেন হ্যারিস রউফ। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করে ১২৭ রান। ফলে পাকিস্তানের টার্গেট ১২৮ রান, যা মোটেই কঠিন নয়।

বড় কোনও অঘটন না ঘটলে এই ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যাচ্ছে পাকিস্তান। জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেলে ভারত এই গ্রুপের শীর্ষে থাকবে। ফলে বুধবার প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই। এরপর রবিবার ফাইনালে ফের ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতেই পারে।

Get real time updates directly on you device, subscribe now.