বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

179

Get real time updates directly on you device, subscribe now.

কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ৯ দিন। চূড়ান্ত দল ঘোষণার সময়সীমাও এগিয়ে আসছে। দুদিন আগে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঠিক এমন সময়ে দল ঘোষণা করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও।

সাধারণত চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও এবারের বিশ্বকাপে তা বেড়ে হয়েছে ২৬ জনের। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তার স্কোয়াডের কলেবর অত বড় করেননি। চোট সমস্যায় অনেককেই পাননি, দল দিয়েছেন ২৫ সদস্যের।

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটির ১১ জনকে নিয়েই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স কোচ। গত রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়।

২০২২ বিশ্বকাপে ফ্রান্স দল:

গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।

ডিফেন্ডার: , দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারানে , লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, বেঞ্জামিন পাভার, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে|

মিডফিল্ডার: আদ্রিয়েন র‍্যাবিয়ট, অরলিয়েন চুয়ামেনি, মাতেও গিনদোজি, জর্দান ভেরেতুত, এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, ।

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরু, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, , আঁতোয়ান গ্রিজম্যান, ও ক্রিস্তোফার এনকুনকু।

Get real time updates directly on you device, subscribe now.