‘অবসরের পরই কোকেনে আসক্ত হয়ে পড়েছিলাম – ওয়াসিম আক্রমের

86

Get real time updates directly on you device, subscribe now.

সুলতান অব সুইং হিসেবে খ্যাত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। বর্ণিল তার পুরো ক্যারিয়ার। ৯১৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। জাতীয় দলের হয়ে এ বোলিং অলরাউন্ডার সবশেষ ম্যাচটি খেলেন ২০০৩ সালে। এরপর অবসর নিয়ে মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। নিজের আত্মজীবনীমূলক বইয়ে এ কথা বলেছেন ওয়াসিম।

ওয়াসিমের আত্মজীবনীমূলক বই ‘সুলতান, এ মেময়র’ খুব শিগগিরই তা প্রকাশিত হবে। সেই বইয়ে মাদক (কোকেন) নিয়ে তার আসক্তি এবং ভয়াবহতা নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি। বইপ্রকাশের আগে এক সাক্ষাৎকারে তিনি জানান কোকেন তার জীবন প্রায় শেষ করে দিয়েছিল

২০০৩ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টিভিতে ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন আকরাম। সে সময়ই তিনি মাদকে আসক্ত হয়ে যান। তার প্রথম স্ত্রী হুমার প্রতি অবহেলার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই কোকেন। আকরাম জানিয়েছেন, প্রথম স্ত্রী হুমা ২০০৯ সালে মারা যাওয়ার পর তিনি কোকেনের সেই নেশা পরিত্যাগ করেন।

কিংবদন্তি ওই পেসার জানিয়েছেন, ‘দক্ষিণ এশিয়ায় খ্যাতির সংস্কৃতি সবটা গ্রাস করে নেয়। এটা অবাধ্যতার প্রলোভন দেয়। তুমি এখানে একরাতে ১০টা পার্টিতে যেতে পার। অনেকে যায়ও। আমিও গিয়েছি। সে সময় আমি ঘুমোতে পারতান না, খেতে পারতাম না। ডায়াবেটিসের প্রতি অমনোযোগী হয়ে পড়েছিলাম। খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছিলাম।’

Get real time updates directly on you device, subscribe now.