মেসির সেই টিস্যু বিক্রি হলো সাড়ে ৮ কোটিতে!

367

Get real time updates directly on you device, subscribe now.

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুকে শেষ বিদায় জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার।

ওই সময় চোখের পানি, নাকের পানি মুছতে তিনি যে টিস্যুটি ব্যবহার করেছিলেন, সেটিও বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।

মেসির বিদায়ী ভাষণ দেওয়ার সময় চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার দিকে টিস্যু বাড়িয়ে দেন। ব্যবহারের পর তা মেসি ফেলেও দেন। কিন্তু সেটি আবার এক ব্যক্তি সংগ্রহ করেন। পরে সেই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন। সেই টিস্যু বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।  ‘গালফ টুডে’ এমনটাই জানিয়েছে।

টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে মজার ব্যাপার হলো, টিস্যুটির বিক্রেতা দাবি করেছেন, টিস্যুতে মেসির জিনগত উপাদান আছে, যা দিয়ে পরবর্তীতে ক্লোন করে তার মতোই বিখ্যাত ফুটবলার পাওয়া সম্ভব!

Get real time updates directly on you device, subscribe now.