সকাল থেকে বৃষ্টি নেই অ্যাডিলেডে, ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে কাটছে আশঙ্কার মেঘ
মঙ্গলবার প্রচুর বৃষ্টি হয়েছিল। বুধবার বিকেলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। তবে ভাল খবর হল, বুধবার সকাল থেকে অ্যাডিলেডে বৃষ্টি নেই। তার বদলে রোদ ঝলমলে আবহাওয়া। ফলে টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-তে ভারত-বাংলাদেশ ম্যাচ পুরো ৪০ ওভার হওয়া নিয়ে আশঙ্কা ক্রমে দূর হচ্ছে। দর্শকদের আশা, ম্যাচ ভালভাবেই হবে। এই গ্রুপ থেকে কোন দল সেমি ফাইনালে যাবে, সেটা এই ম্যাচের ফলের উপর অনেকটা নির্ভর করছে। সেই কারণে কোনও দলই চাইছে না ম্যাচে বাধা হয়ে দাঁড়াক বৃষ্টি। এখনও পর্যন্ত আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রাত ৮টা নাগাদ বৃষ্টি নামতে পারে। তার আগে পর্যন্ত ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস বইলেও, বৃষ্টির আশঙ্কা নেই। রাত ৮টার পর ১ থেকে ৩ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টি ম্যাচ ভেস্তে দেবে না। বড়জোর সামান্য সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হতে পারে। যদিও ক্রিকেটপ্রেমীরা সেটাও চাইছেন না।