আজ থেকে শুরু সুপার ১২-র খেলা Aus vs NZ

104

Get real time updates directly on you device, subscribe now.

আজ, শনিবার থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্বের শুরু। ১২টি দেশকে দুটি গ্রুপে ভাগ করে হবে সুপার ১২ পর্বের খেলা। এরপর দুটি গ্রুপ থেকে চারটি করে দল সেমিফাইনালে উঠবে। গতবারের টি-২০ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড খেলছে সুপার ১২ পর্বের প্রথম খেলায়। গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ছাড়াও আছে ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

সিডনিতে হতে চলা অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচে অনেকটা এগিয়ে থেকেই নামছেন অ্যারন ফিঞ্চরা। কারণ নিউ জিল্যান্ড একেবারেই ফর্মে নেই। যদিও আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভাল খেলে কিউইরা। তবে গত বছর ফাইনালে হারের প্রতিশোধ নেবে কিউই দল, তেমন সম্ভাবনা কম। কারণ খাতায় কলমে অস্ট্রেলিয়া বেশ শক্তিশালী। সেখানে কিউই দলে একা হাতে ম্যাচ বের করার ক্ষমতা কম। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্মে না থাকাটাও চিন্তার।

Get real time updates directly on you device, subscribe now.