T20 World Cup 2022: আজ থেকে শুরু সুপার টুয়েলভ, এক নজরে দেখে নিন পুরো সূচি
সুপার টুয়েলভে হবে মোট ৩০টি ম্যাচ। কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনাল হবে ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
আজ থেকে শুরু হচ্ছে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার-১২ পর্ব। গ্রুপ পর্ব থেকে মোট চারটি দল পৌঁছে গিয়েছে মূল পর্বে। গ্রুপ-এ থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস, গ্রুপ-বি থেকে জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড পৌঁছে গিয়েছে সুপার টুয়েলভে। গ্রুপ-১ এ আগে থেকেই ছিল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেখানে যোগ দিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। পাশাপাশি গ্রুপ-২-তে আগে থেকে ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বিরাট-বাবরদের গ্রুপে যোগ দিল নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ে। সুপার টুয়েলভে হবে মোট ৩০টি ম্যাচ। কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনাল হবে ১৩ নভেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সুপার টুয়েলভের পুরো সূচি তুলে ধরল