কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচের দায়িত্বে টেন ডেসকাট

100

Get real time updates directly on you device, subscribe now.

রায়ান টেন ডেসকাটকে আইপিএলের আসন্ন মৌসুমের জন্য ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটার হিসেবেও লম্বা সময় দলটির সাথে যুক্ত ছিলেন ডেসকাট।

২০১২ ও ১৪ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডেসকাট। এর আগে-পরে লম্বা সময় দলটির হয়ে খেলেছেন সাবেক ডাচ অলরাউন্ডার। এবার সেই একই দলে নতুন দায়িত্বে দেখা যাবে তাকে। আগামী মৌসুমের আইপিএলে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আগের আসরে ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা জেমস ফস্টার উন্নীত হয়েছে সহকারী কোচের পদে। এছাড়াও দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে চন্দ্রকাঁত পন্ডিতকে, ব্রেন্ডন ম্যাককালামের ছেড়ে যাওয়া জায়গাটা গত আগস্টে তার হাতেই তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দলের আরেক সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিষেক নায়ার। বোলিং কোচের দায়িত্বে থাকবেন ভারত অরুণ এবং সহকারী বোলিং কোচ হিসেবে দেখা যাবে ওমকার সালভিকে।

সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা টেন্ডোকে (টেন ডেসকাট) কেকেআর পরিবারে পুনরায় স্বাগত জানাতে পেরে দারুণ আনন্দিত। সে ফিল্ডিং কোচ হিসেবে আমাদের দলে ফিরছে। ২০১১-১৪ সাল পর্যন্ত কেকেআরের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে সে খেলে গেছে। ’১২ এবং ’১৪ সালের দুই আসরে শিরোপা জেতার পেছনেও সে বড় ভূমিকা রাখে। গত কয়েক বছরে সে দলের সমর্থক হয়েই ছিল।’

২০১১ থেকে ১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলে কলকাতা নাইট রাইডার্সে হয়ে ২৯টি ম্যাচে মাঠে নামেন ডেসকাট। সব মিলিয়ে ৩৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৭৫৯৭, উইকেট নিয়েছেন ১১৪টি, ক্যাচ ধরেছেন ১৩৪টি।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডেসকাট। এরপরই নাম লেখান কোচিংয়ে। কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্বে কাউন্টি দল কেন্টের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.