প্রকাশ্যে ২০২২ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকট, কী নাম? জেনে নিন পরিচয়

78

Get real time updates directly on you device, subscribe now.

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে। ২১ নভেম্বর থেকে কাতারে বসতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিশ্বকাপের ড্র। এবার ফিফার তরফ থেকে প্রকাশ করা হল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাসকটের নাম। একটি ভিডিও পোস্ট করা হয় ফিফার টুইটার হ্যান্ডেলে। সেখানেই আত্মপ্রকাশ করে ২০২২ ফুটবল বিশ্বকাপের ম্যাসকট (Mascot) লে’ইব। ফুটবল বিশ্বকাপের থিম সং প্রকাশিত হয়েছে আগেই।

কে এই লে’ইব? আরবি ভাষায় এই শব্দের অর্থ চূড়ান্ত দক্ষতা সম্পন্ন এক খেলোয়াড়। ফিফার ভিডিও থেকে জানা যাচ্ছে, এই লে’ইব ভিন গ্রহের বাসিন্দা, যেখানে সব ম্যাসকটরা থাকে। যদিও সেই গ্রহ সম্পর্কে আর কিছু বলা হয়নি প্রকাশিত ভিডিওতে। তার গ্রহে সকলকে আমন্ত্রণ জানায় লে’ইব, যেন সবাই দেখতে পারে কেমন তাদের জীবন যাপন। বাস্তবে এমন গ্রহের অস্তিত্ব না থাকলেও মানুষের কল্পনাপ্রসূত চরিত্র এবং ভাবনায় এমন গ্রহ থাকবে। কাতারের জাতীয় পোশাক পরা লে’ইব বিশ্বাস করে, “নাও ইজ অল” অর্থাৎ বর্তমানই সব। লে’ইবের চরিত্র সম্পর্কেও জানানো হয়েছে ফিফার তরফে। চনমনে, আত্মবিশ্বাসী লে’ইব সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দেবে। ফুটবল খেলার মাধ্যমে মানুষ যেন আনন্দ পায়, সেটাই চায় লে’ইব। ফুটবল তো পুরোদস্তুর বিনোদনই। মেসি যখন বল পায়ে দ্রুতগতিতে সাপের মতো এঁকে বেঁকে ছুটতে থাকেন বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকল শট থেকে গোল করেন, তখন তো তা বিনোদনই।

Get real time updates directly on you device, subscribe now.