শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভিভ রিচার্ডস
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস।
ভিভ রিচার্ডসও বলেন, ‘আমি এলপিএলের তৃতীয় আসরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আনন্দিত। আমি এটা বলতে চাই এই টুর্নামেন্ট শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য দারুণ সব ক্রিকেটার বের করে থাকে। আমরা এশিয়া কাপে দেখেছি শ্রীলঙ্কান ক্রিকেটের শক্তি, এলপিএল নিশ্চিতভাবে এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে। সবশেষ দুই আসর দেখে বুঝেছি এখানে খেলার মানটা দুর্দান্ত।’
তিনি বলেন, ‘আমি শ্রীলঙ্কানদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকি। আমি রোমাঞ্চিত এলপিএলের আগামী আসর নিয়ে, বিশেষ করে তারা যেভাবে তাদের কঠিন সময় পার করেছে, সেটি প্রশংসনীয়। এই এলপিএল মানুষের মুখে হাসি ফিরিয়ে দিবে আমি নিশ্চিত এটি হবে বড় সাফল্য।’