‘একার জন্য নয় দল হিসেবে হেরেছি’

মাঠে উত্তেজনা ছড়ানো ম্যাচ খুব একটা দেখা যায় না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ

125

Get real time updates directly on you device, subscribe now.

মাঠে উত্তেজনা ছড়ানো ম্যাচ খুব একটা দেখা যায় না। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। অনেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চেয়েও বেশি এগিয়ে রাখে ভারত-পাকিস্তান ম্যাচকে।

এবারের টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। রবিবার (২৩ অক্টোবর) পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ ক্ষণে ক্ষণে রঙ বদলেছে। তবে শেষ হাসি হাসে ভারত। শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতে ভারত। হাতের মুঠোয় থাকা ম্যাচ হারায় তাই মন খারাপ ছিল পাকিস্তানের খেলোয়াড়দের। তবে, হারের পরও দলের খেলোয়াড়দের আগলে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

সেখানে বাবর আজম দলের সবার উদ্দেশ্যে বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। আমরা সব সময়ের মতো এবারও চেষ্টা করেছি। কিছু ভুলত্রুটি হবে। তা থেকে আমাদের শিখতে হবে। টুর্নামেন্ট কেবল শুরু এখনও অনেক ম্যাচ বাকী। আমি সবসময় বলি আমরা একজনের জন্যে হারি নাই। আমরা দল হিসেবে হেরেছি। এখানে কেউ নির্দিষ্ট কারো দিকে আঙ্গুল তুলতে পারবে না। একটা দল হিসেবে হেরেছি দল হিসেবেই জিতব।’

Get real time updates directly on you device, subscribe now.